দৌলতপুরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু
দৌলতপুরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু
মানিকগঞ্জ টাইমস রিপোর্ট
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের রৌহা গ্রামে বজ্রপাতে ফেরোজার ( ৫৫) মৃত্যু হয়েছে।
জানা গেছে বুধবার (২০ এপ্রিল) রৌহা গ্রামের আবুল হোসেনের স্ত্রী তিন সন্তানের জননী ফেরোজা বেগম (৫৫) বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে পার রৌহা তার নিজ জমিতে বৃষ্টির সময় ভুট্টা ঢাকতে গিয়ে ভোর ৬টার দিকে বজ্রপাতের শিকার হয়। এতে অসুস্থ হয়ে পড়লে আশে পাশের লোকজন উদ্ধার করে বাড়িতে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
খলসী ইউপি চেয়ারম্যান মো: জিয়াউল হক জিয়া বলেন, আবুল হোসেন বাবুর স্ত্রী ফিরোজা জমিতে বৃষ্টির সময় ভুট্টা ডাকতে গিয়ে বজ্রপাতের শিকার হয়। পরে আসে পাশের লোক এগিয়ে এসে উদ্ধার করে চিকিৎসার জন্যে নেয়ার সময় তার মৃত্যু হয়।