শিবালয়ে ইলিশ ধরার দায়ে ২৬ জেলে দন্ডিত
মানিকগঞ্জ টাইমস রিপোর্ট ॥
সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মানিকগঞ্জের পদ্মা-যমুনায় ইলিশ শিকারের দায়ে গত দু’দিনে ২৬ জেলেকে বিভিন্ন মেয়াদে দন্ড দেয়া হয়েছে। শিবালয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান আহমেদ পৃথক আদেশ এ দন্ড দেন। এর মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গ্রামের জাহিদ মোল্লা (৪০), ইসমাইল (২২), মনির (২২), করিম শেখ (৪০), তালেব (৫০), মহিউদ্দিন (৩৫), আজাদ (২০), বাচ্চু মোল্লা (৩৫), রতন (২০) ও জাতাঙ্গীরকে (৩২) এক বছর করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়। চর দৌলতদিয়া গ্রামের লতিফ (৬০), আব্দুর রফ (৬০), আজিজুল (২০), জহির (২৫), খালেক (৪০), শাহজাহানকে (৪০) একই সাজা দেয়া হয়। এছাড়া, দৌলতদিয়া গ্রামের সবজাল শেখ (৩০), আনোয়ার (৪০), রাজ্জাক (৪০), শামসুল (২০), বিল্লাল (২৫) এবং শিবালয় উপজেলা লক্ষ্মীপুরা গ্রামের আমজাদকে (৫০) ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দৌলতদিয়ার সাগর শেখ (১৭), রুবেল (১৭) ও আমজাদকে (১৭) ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্তা দায়িত্ব) রফিকুল আলম জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পদ্মা-যমুনায় অব্যাহত অভিযানকালে আটককৃত জেলেদের ব্যবহৃত প্রায় ৫০ হাজার ঘনমিটার অবৈধ কারেন্ট জালসহ ৭৫ কেজি মা’ ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। স্থানীয় একটি এতিম খানা ও মাদ্রাসায় মাছ বিতরণ করা হয়েছে। এ অভিযান আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।