সিংগাইরে অধিক মূল্যে পণ্য ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মোহাম্মদ ইউনুস আলী
মানিকগঞ্জের সিংগাইরে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অধিক মূল্যে পণ্য বিক্রয় করার দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার (১৯ এপ্রিল) সকাল ১০ দিকে এ অভিযান পরিচালনা করে ১টি ফার্মেসী, একটি মুদি দোকান ও ২টি ফলের দোকান থেকে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মানিকগঞ্জ জেলাপ্রশাসক এসএম ফেরদৌস’র নির্দেশনায় সিংগাইর উপজেলার চান্দহর, জামির্ত্তা ও মানিকনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়, প্রদর্শিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
এছাড়া, বাজারে উপস্থিত ক্রেতা বিক্রেতাদের মাস্ক পরিধান নিশ্চিত করতে সচেতন করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা, মানিকগঞ্জ ও ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ।
জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।