সিংগাইরে মৎস্যচাষীদের মাঝে জিওলাইট বিতরণ
সিংগাইরে মৎস্যচাষীদের মাঝে
জিওলাইট বিতরণ
মানিকগঞ্জ টাইমস রিপোর্ট
মানিকগঞ্জের সিংগাইর মৎস্য অধিদপ্তরের উদ্যেগে মৎস্যচাষীর মাঝে জিওলাইট বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ২ আগস্ট সিংগাইর উপজেলার ১০জন চাষীকে ২ বস্তা করে জিওলাইট বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া মাছ চাষের সঠিক নিয়ম সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়।
মানিকগঞ্জ জেলা মৎস্য অফিসার মোঃ সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে এ জিওলাইট বিতরণ করেন। এ সময় সিংগাইর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ওয়াহিদুল আবরার, সম্প্রসারণ অফিসার তাহেরা রহমানিয়া, মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, লীফ এবং মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।